জাফর ইকবালের উপর হামলাকারী আটক
একুশনিউজ২৪: প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জড়িত এক যুবককে ঘটনাস্থল থেকেই আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে পিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আটকে রাখা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জ্যোর্তিময় সরকার তপু বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত যুবককে অ্যাকাডেমিক ভবনে অবরুদ্ধ করে রেখেছেন। আমরাও ঘটনাস্থলে আছি। তাকে সেখান থেকে উদ্ধার করে নিজেদের জিম্মায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।