কমলনগরে ‘সবুজ বাংলাদেশ’ এর মাদক বিরোধী যুব সম্মেলন ও চারাগাছ বিতরণ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮ লক্ষীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মাদক বিরোধী যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ প্রাঙ্গনে সবুজ বাংলাদেশ কমলনগর উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। সবুজ বাংলাদেশ উপজেলার শাখার আহবায়ক ফখরুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লোকমান হোসেন, কমলনগর থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গির হোসেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন বাঘা। সবুজ বাংলাদেশ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মুহাম্মদ নোমান ছিদ্দিকীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সবুজ বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সহসভাপতি অধ্যাপক মাহবুবুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বাবু, সাংবাদিক ইউছুফ আলী মিঠু, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার অধ্যক্ষ আনম ইব্রাহিম ও উপজেলা যুবলীগের সদস্য মিরাজ হোসেন শান্ত। এ সময় সবুজ বাংলাদেশ উপজেলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মাদক বিরোধী যুব সম্মেলনে স্পন্সর করে কমলনগর ফাইভ স্টার গ্রুপ। /এমএম Comments SHARES সারাদেশ বিষয়: কমলনগরে 'সবুজ বাংলাদেশ' এর মাদক বিরোধী যুব সম্মেলন ও চারাগাছ বিতরণ