কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

মুহাম্মদ নোমান ছিদ্দীকী,লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মুরাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চরপাগলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুরাদ ওই এলাকার বেলাল হোসেনের ছেলে। সে চরকালকিনি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসা শিক্ষা শাখার ছাত্র।

স্থানীয়রা জানান, নিজ বাড়িতে পানি উত্তোলনের মোটরে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় স্কুলছাত্র মুরাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরকালকিনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Comments