হাতপাখা প্রার্থীর ভোট বর্জন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮ একুশনিউজ:বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি ওবায়দুর রহমান মাহবুব নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বরিশাল টাউন হলের সামনে হাতপাখার নির্বাচনী অফিসে বেলা সাড়ে এগারটায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বরিশালে ভোট ডাকাতির অভিযোগ এনে তিনি বলেন, এটা গণতন্ত্র নয়, গণতন্ত্র এটাকে বলে না। যে ডিজিটাল ডাকাতি হচ্ছে তাতে বরিশালের মাটিতে ভোটকে কলঙ্ক করা হয়েছে। তিনি বলেন, বরিশালের প্রতিটি সেন্টার ঘুরে একই অবস্থা দেখা গেছে। প্রতিটি সেন্টারে কারচুপি হচ্ছে। কেন্দ্র থেকে হাতপাখার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। পর্যবেক্ষকদেরও কেন্দ্র ছেড়ে চলে যেতে বলা হয় অন্যথায় ভিন্ন ব্যবস্থা নেয়ারও হুমকি দিচ্ছে তারা। মাওলানা মাহবুব বলেন, আমরা এ ধরনের ভোট পছন্দ করি না, এ ধরনের ভোট চাই না। এ জন্য আমরা ভোট বর্জন করলাম। অনেক কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে, সেগুলোতে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক নেই বলেও অভিযোগ করেন মুফতি ওবায়দুর রহমান মাহবুব। সংবাদ সম্মেলন থেকে আরও বলা হয়, আজ এটা প্রমাণ হয়ে গেলো এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয়। বরিশালবাসী অনেক আশায় ছিল তারা এবার শান্তিতে ভোট দেবে। কিন্তু শেষ পর্যন্ত তারা নিরাশ হয়েছেন। অনেক কেন্দ্রে মহিলারা ভোট দিতে না পেরে কাদতে কাদতে বের হয়ে এসেছেন বলেও তারা অভিযোগ করেন। বরিশাল সিটি কর্পোরেশনে দুই লাখ ৪২ হাজার ৬৬৬ ভোটার রয়েছেন। আর এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২১ হাজার ৪৩৬ ও নারী ভোটার এক লাখ ২০ হাজার ৭৩০ জন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ (নৌকা), বিএনপির মজিবর রহমান সরোয়ার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়দুর রহমান মাহবুব (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবুল কালাম আজাদ (কাস্তে) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মনীষা চক্রবর্তী (মই)। ইসলামী আন্দোলন প্রার্থী ছাড়াও বরিশালে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সারোয়ারও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন। তিনি বলেছেন সকাল সকাল অন্তত ৫০ জন বিএনপি এজেন্টকে বের করে দেয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মনীষা চক্রবর্তী ভোট কারচুপির প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমে। Comments SHARES জাতীয় বিষয়: হাতপাখা প্রার্থীর ভোট বর্জন