হাওরে দ্রুত ধান কাটতে মাইকিং নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮ সুনামগঞ্জ প্রতিনিধি:হাওরে দ্রুত ধান কাটতে কৃষকদের আহ্বান জানিয়ে এলাকা জুড়ে মাইকিং করছে প্রশাসন। সোমবার তাহিরপুর উপজেলা প্রশাসনের নির্দেশে তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সমগ্র উপজেলাজুড়ে মাইকিং করে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিচ্ছে। উপেজেলা প্রশাসন জানায়, মে মাসের তিন/চার তারিখ পর্যন্ত ভারি বৃষ্টিপাতের আশঙ্ক্ষা রয়েছে। আগামী তিন চার দিনের ভারি বৃষ্টিপাতের ফলে নদীর পানি বৃদ্ধি পেয়ে ফসল রক্ষা বাঁধের উপর চাপ পড়তে পারে। এতে করে হাওরের ধান নিয়ে কৃষকরা ঝুঁকির মুখে পড়তে পারেন। তাহিরপুরের ইউএনও পূর্নেন্দু দেব বলেন, আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে কৃষকদের দ্রুত ধান কাটার জন্য মাইকিং করে জানান দেওয়া হচ্ছে। তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম বলেন, হাওরপাড়ের কৃষকরা যাতে তাদের ফসল নিয়ে ঝুঁকির মধ্যে না পড়েন সে জন্য গোটা উপজেলায় মাইকিং করে দ্রুত ধান কাটার তাগিদ দেওয়া হচ্ছে। /এএইচ Comments SHARES সারাদেশ বিষয়: ধানক্ষেতহাওরে