‘হংস বলাকা’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮

একুশ নিউজ: নতুন বোয়িং ৭৮৭-৮ ড্রিম লাইনার উড়োজাহাজ ‘হংস বলাকা’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত নতুন উড়োজাহাজ।

টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম জাতীয় পতাকাবাহী উড়োজাহাজটি বুধবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালের টারমার্কে পরিদর্শন করেন তিনি। Image result for বোয়িং ৭৮৭-৮

পরিদর্শনকালে উড়োজাহাজটিতে উঠে ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানটির হংস বলাকার নামকরণও করেছেন তিনি। অন্যান্য বিমানের তুলনায় শতকরা ২০ ভাগ জ্বালানি সাশ্রয়ী  বিমানটিতে ২৭১টি আসন রয়েছে।

‘হংস বলাকা’ দিয়ে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে ছয়টি, ঢাকা-দাম্মাম রুটে সপ্তাহে চারটি এবং ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।

‘হংস বলাকা’ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ফারুক খান এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১০ ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে হংস বলাকা। এর মাধ্যমে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৫টি।

/সিএইচ

Comments