সিইসি নূরুল হুদাকে পরিবর্তনের দাবি ড. কামালের

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮

একুশ নিউজ: সিইসি কে এম নূরুল হুদার নিরপেক্ষতার প্রশ্ন তুলে পদত্যাগ চেয়ে তার স্থলে অন্য কাউকে প্রধান নির্বাচন কমিশনার করার দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন প্রধান।

তবে তিনি এও বলেছেন, সিইসি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে এ দাবি থেকে সরে আসবেন তারা।

আজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণফোরামের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় কামাল হোসেন বলেন, সিইসির সঙ্গে কথা বলে সন্তুষ্ট হতে পারিনি। আমাদের একটা দাবি হলো ওনার পরিবর্তে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি হওয়া উচিত। উনিও বয়স্ক মানুষ, সিনিয়র অফিসার ছিলেন।

আমি আবার বলছি যে আপনার ব্যাপারে আমরা সন্তুষ্ট হতে পারিনি। কিন্তু আপনার কাজের মধ্য দিয়ে আমরা আমাদের মতো পরিবর্তন করতে পারিনি।

সিইসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, আগে যা-ই করেছেন, আজকে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করুন।

কাউকে ধরতে হলে কেন ধরা হচ্ছে সে ব্যাপারে সিইসিকে বিস্তারিত জানানোর পুলিশকে নির্দেশ দিন। যাতে বোঝা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যৌক্তিক কারণে গ্রেপ্তার করা হচ্ছে।

সুষ্ঠু নির্বাচনের জন্য ধরপাকড় বন্ধ করার দাবি জানিয়ে ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, জেলখানা ভর্তি হয়ে গেছে। পাইকারিভাবে গ্রেপ্তার বন্ধ হওয়া দরকার।

পুলিশের তিনি উদ্দেশ্য বলেন, পুলিশ সরকারের বাহিনী না। তারা রাষ্ট্রের বাহিনী। নির্বাচনের প্রার্থীরা যেন জনগণের কাছে যেতে পারে, নিজেদের কথা বলতে পারে, সে ব্যাপারে পুলিশের কাজ তাদের সাহায্য করা, বাধা দেওয়া নয়।

সংবাদ সম্মেলনে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী নির্বাচনী পরিবেশ ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে তিনি আচরণ বিধি লঙ্ঘনের তিনটি অভিযোগ করেন।

১. গণভবন, মন্ত্রীদের বাসভবন ও সরকারি অফিস রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু ইসি এখানে নীরব ভূমিকা পালন করছে।

২. আইন বহির্ভূতভাবে নির্বাচনে অংশগ্রহণকারী বিরোধী পক্ষের ওপর মামলা, গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। উচ্চ পর্যায়ের নির্দেশে এসব হচ্ছে এবং এতে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে।

৩. সরকারি দলের প্রার্থীরা আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহায়তায় প্রচারকাজ করছে। কিন্তু বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে।

সম্প্রতি গণফোরামে যোগ দেওয়া আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।

আজ রোববার আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগ দেন সাবেক আওয়ামী লীগ নেতা মেজর জেনারেল (অব) আমসা আমীন এবং একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম।

তিন যোগদানকারীদের স্বাগত জানিয়ে গণফোরাম এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।

/আরএ

Comments