সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে আন্তধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯

ইউসুফ পিয়াস: সহিংসতা উগ্রবাদ প্রতিরোধে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আজ ১৮ জুন ২০১৯, মঙ্গলবার সকালে সিরডাপ মিলনায়তনে এক আন্তধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়৷

সংলাপে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান এডিশনাল আইজিপি জনাব মোহাম্মদ আবুল কাশেম প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রধান করেন৷

সংলাপে দশ দপা সুপারিশসহ মূল প্রবন্ধ উপাস্থাপন করেন ডিবেট ফর ডেমক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধরী কিরণ৷

সংলাপ আয়োজনে সহযোগিতা করেছে মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্প৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আবু ইউসুফ, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহযোগী অধ্যাপক মোখতার আহমেদ, বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, শ্রী শ্রী প্রনভ মাঠের অধ্যক্ষ শ্রীমত স্বামী সঙ্গীতানন্দজী মহারাজ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নির্বাহী সভাপতি জনাব আশোক বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভিক্ষু সুনন্দ প্রিয় সহ প্রমূখ ব্যক্তিবর্গ৷

সংলাপটি সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমক্রেসির পরিচালক ড. তাজুল ইসলাম চৌধরী তুহিন৷

এমএম/

Comments