সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে মায়েদের ভূমিকা অপরিসীম

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮

মোঃসাইদুজ্জামান সাঈদ, রামু: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ উপলক্ষে টিফিন বক্স বিতরণ ও মা সমাবেশে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার।

শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে দেশ অনেকদূর এগিয়ে গেছে। মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের প্রজন্ম আগামীদিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে দেশকে নেতৃত্ব দিবে। তাই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে।

তিনি বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার পিছনে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষিত সন্তানরাই পারে এ সমাজ ও জাতিকে বিশ দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে। তাই মায়েদের শিক্ষার প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষে বর্তমান সরকার সারা দেশে মা সমাবেশের আয়োজনের ব্যবস্থা করেছে। তারই অংশ হিসেবে আজকের এ মা সমাবেশ।

রামু উপজেলার গর্জনিয়া বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত টিফিন বক্স বিতরণ ও মা সমাবেশে এ সব কথা বলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম।

স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মৌলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মেম্বার নুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াহিয়া চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী শিবলী নোমান প্রমুখ। এদিকে মা সমাবেশে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বড়বিল নুরানী একাডেমী মাদ্রাসায় আল নজির ফাউন্ডোশনের আয়োজনে ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করেন।

/আরএ

Comments