ছুটি শেষে অফিসে এসে মরা ইঁদুরে বিপত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯

ডেস্ক: ঈদের সরকারি ছুটিতে সচিবালয় ছিল বন্ধ। এই ছুটিতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষ বন্ধ ছিল পাঁচ দিন। ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিসে এসেই বিপত্তিতে পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের চতুর্থ তলায় মন্ত্রীর কক্ষে মরে পড়ে ছিল একটি ইঁদুর। তবে কবে মরেছে তা বোঝার উপায় নেই। তীব্র দুর্গন্ধে ওই ঘরে আর কাজ করার মতো অবস্থা নেই। ফলে রবিবার সকালে অফিসে এসে নিজের কক্ষে ঢুকতেই পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

সাধারণত ঈদের পর প্রথম কর্মদিবসে নিজের ঘরেই কর্মকর্তা আর সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। কিন্তু ইঁদুর বিপত্তিতে এবার নিজের কক্ষের পাশে ছোট আরেকটি কক্ষে মতবিনিময়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষের বাইরে দায়িত্বে থাকা পুলিশ সদস্য আমিনুল সাংবাদিকদের বলেন, সকালে কক্ষ খোলার পর মরা ইঁদুরটি দেখতে পান তারা।

তিনি বলেন, ‘মনে হয় কয়েক দিন আগেই মারা গেছে। পচে দুর্গন্ধ বের হচ্ছিল। তখনই ওটা সরিয়ে ফেলা হয়, কিন্তু দুপুরেও দুর্গন্ধ যায়নি। মন্ত্রীর রুমের জালানাগুলো ফিক্সড লক করা, তাই খোলা যাচ্ছে না। বাতাস চলাচলের জন্য আপাতত দরজা খুলে রাখা হয়েছে।’

পরিস্থিতি দেখতে কয়েকজন সাংবাদিকও মন্ত্রীর কক্ষে ঢুকেছিলেন। কিন্তু তীব্র দুর্গন্ধে তারা আর ভেতরে দাঁড়াতে পারেননি।

ওই ভবনের বিভিন্ন কক্ষে ইঁদুরের উৎপাত আছে। ইঁদুর মারার জন্য মন্ত্রীর কক্ষে আঠা দিয়ে ফাঁদও পাতা হয় মাঝেমধ্যে। সেরকম ফাঁদে পড়েও ইঁদুরটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানান পুলিশ সদস্য আমিনুল।

এসকে/

Comments