সংলাপ শেষ না হতে তফসিল ঘোষণা না করতে সিইসিকেঐক্যফ্রন্টের চিঠি

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৮

একুশ নিউজ: প্রধানমন্ত্রীর চলমান সংলাপ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার বিকাল পৌনে পাঁচটায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এই চিঠি হস্তান্তর করেন জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল। সেই চিঠিতে স্বাক্ষর করেন ড. কামাল হোসেন।

উল্লেখ্য, ১ নভেম্বর বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

এ সময় ঐক্যফ্রন্টের পক্ষে ড. কামাল ছোট পরিসরে আবারো সংলাপের প্রয়োজনীয়তা উল্লেখ্য করলে প্রধানমন্ত্রী বলেন ৮ তারিখের পর যে কোনো সময় প্রয়োজনে আবার সংলাপ হবে। বিভিন্ন রাজনৈতিক দলকে ৮ তারিখ পর্যন্ত সিডিউল দেয়া হয়েছে।

পরেরদিন শুকবারেও প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন েঐক্যফ্রন্ট চাইলে আবারো সংলাপ হবে।

এদিকে আজ শনিবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ৮ তারিখ পর্যন্ত সংলাপ চালিয়ে নেয়া সম্ভব না। মন্ত্রী জাানান, এরপরও আর সংলাপ করার সুযোগ নেই। কারণ হিসেবে এরই মধ্যে তফসিল ঘোষণা হওয়াকে উল্লেখ্য করেন ওবায়দুল কাদের।

/আরএ

Comments