সংলাপ নিয়ে আশাবাদী বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮

একুশ ডেস্ক: নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সংলাপের ফলাফল ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর সংলাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমি আশাবাদী’।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গত কয়েক বছর ধরে বিএনপির সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করলেও বিএনপিকে নিয়ে গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের আহ্বানে সাড়া দিয়েছে।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপে বসার আহ্বান জানিয়ে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দিয়েছিলেন ড. কামাল। সেখানে তাদের সাত দফা দাবির কথা জানানো হয়।

তাতে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে কামালকে চিঠি পাঠান, যেখানে ‘সংবিধানসম্মত সকল বিষয়ে’ আলোচনার জন্য ঐক্যফ্রন্টকে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফায় খালেদা জিয়াকে মুক্তি এবং সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি রয়েছে, যা বর্তমান সংবিধান অনুযায়ী সম্ভব নয় বলে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশ কোন পথে যাবে তা এ দেশের জনগণের ওপরই নির্ভর করবে।

গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের অধিকার রয়েছে নিজের পছন্দ অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের দাবি সরকারের কাছে তোলার।

/আরএ

Comments