শ্রদ্ধা ও ভালোবাসার অশ্রুতে শেষ বিদায়ে সমাহিত আইয়ুব বাচ্চু

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

একুশ নিউজ: হাজারো ভক্তের শ্রদ্ধা ও ভালোবাসার অশ্রুতে বিদায় নিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। শনিবার বিকেল ৪টা ৩৮ মিনিটে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে মুসল্লিদের অংশগ্রহণে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা পড়ান জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নগরের বাইশমহল্লা চৈতন্যগলি কবরস্থানে। সেখানে শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে বিকেল তিনটার দিকে জানাজার উদ্দেশ্যে আইয়ুব বাচ্চুর মরদেহ জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে নেয়া হলে সেখানে সারিবদ্ধভাবে আইয়ুব বাচ্চুর ভক্ত, অনুরাগীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।

এসময় তারা সবাই আইয়ুব বাচ্চুর জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

/আরএ

Comments