রাজবন্দিদের মুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮

একুশ নিউজ: দেশের সকল রাজবন্ধীদের মুক্তি দিতে আইনমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় ঐক্যফ্রন্টের সাথে দ্বিতীয় দফা সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেছেন, সত্যিকারের রাজবন্দী হলে তাদের মুক্তির ব্যাপারে ব্যবস্থা নিতে আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার বেলা ১১টায় গণভবনে শুরু হওয়া সংলাপ শেষে তিনি এ কথা জানান।

সংলাপে ‘সংসদ ভেঙে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেয়ার ঐক্যফ্রন্টের দাবির ব্যাপারে কাদের বলেন, তাদের এই দাবি নির্বাচন পেছানো বাহানা।

নির্বাচনের সময় ম্যাজেস্ট্রিসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচন হয় না।

তিনি বলেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা নিয়োজিত থাকবেন।

উল্লেখ্য, ১ নভেম্বরে প্রথম সংলাপে প্রধানমন্ত্রীর কাছে রাজবন্দিদের মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুলের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী রাজবন্দিদের তালিকা চাইলে আজ বিএনপির পক্ষ থেকে তালিকা দেয়া হয়। এরপরই এই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।

/আরএ

Comments