যশোরে আফনান জুট মিলের শ্রমিক সর্দার খুন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মে ২০, ২০১৯ বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি: যশোরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আফনান জুট মিলের শ্রমিক সর্দার শহীদ কাজী (৩৫) নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে ওই মিলের প্রধান গেটের সামনে ঘটনাটি ঘটে। নিহত শহীদ কাজী মাগুরা সদর থানার হাজরাপুর গ্রামের লোকমান কাজীর ছেলে। হামলাকারীদের মধ্যে একজনকে জনগন আটক করে পুলিশে সোপর্দ করেছে। ধৃতের নাম মেহেদা হাসান টপি। তিনি যশোর উপশহর সারথী মিল এলাকার আসলামের ছেলে। পরকীয়ার জেরে এই হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার এস আই হায়াৎ মাহমুদ জানিয়েছেন, যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় আফনান জুট মিল অবস্থিত। যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ওই মিলের মালিক। ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে মিলের শ্রমিক সর্দার শহীদ কাজী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী একই মিলের শ্রমিক শাহিন জানিয়েছেন, তিনি ও সর্দার শহীদ মিলের বাইরে টিটো টি স্টল থেকে চা পান করে মিলের দিকে যাচ্ছিলেন। মিলের প্রধান গেটের সামনের রাস্তায় যেতেই মোট ৪ জন দুর্বৃত্ত হঠাৎ হামলা চালায়। এসময় তিনজন শহীদকে জাপটে ধরে ও একজন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। শাহিন জানান, তিনি বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন ও শ্রমিকরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা দৌঁড় দেয়। এসময় জনতা ধাওয়া করে টপিকে আটক করে পুলিশে দেয়। আটক টপি সাংবাদিকদের জানিয়েছেন, তার মামী জোলেখা ২/৩ মাস আগে ওই মিলে মেশিনম্যান হিসেবে কাজ করতেন। তারসাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন শ্রমিক সর্দার শহীদ। তার স্বামী আমিচার বিষয়টি জানতে পেরে জোলেখাকে আর মিলে কাজ করতে দেননি। এরপরেও তাদের সম্পর্ক চলে আসছিলো। যে কারণে আমিচার শ্রমিক সর্দার শহীদের উপর ক্ষুব্দ হয়। টপি আরো জানায়, ঘটনার দিন দুপুরে তিনি ও এলাকার আবু ও জিয়ারুল বসে গল্প করছিলেন। এসময় মামা আমিচার এসে তাদের ঘটনাটি জানান। পরে তারা চার জন মিলে বাহাদুরপুরে যান। তারা তিনজন শহীদকে জাপটে ধরে রাখে। আর আমিচার তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, হাসপাতালে আনার আগেই মারা যান শহীদ। তার শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি অপূর্ব হাসান জানান, আমিচারের স্ত্রীর সাথে পরকীয়ার জেরে শহীদ খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এমএম/ Comments SHARES সারাদেশ বিষয়: যশোরে আফনান জুট মিলযশোরে আফনান জুট মিলের শ্রমিক সর্দার খুন