মাগুরায় সড়ক দুর্ঘটনায় শালা-দুলাভাই নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮ একুশনিউজ২৪: মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী শালা-দুলাভাই নিহত হয়েছেন। সোমবার সকালে পৌর এলাকার পারনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাগুরা শহরের কাউন্সিল পাড়ার মৃত শাহাজাদার ছেলে মনিরউদ্দিন তালুকদার লাভলু (৩৮) ও তার শ্যালক সৌদী প্রবাসী নিয়ামুল (২৫)। নিয়ামুল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল ওয়াদুদের ছেলে। মনিরউদ্দিন লাভলু মাগুরা শহরে সাকুরা কালার ল্যাবে চাকরি করতেন। মাগুরা সদর থানার এসআই মুবিন জানান, মনিরউদ্দিন লাভলু ও নিয়ামুল মাগুরা থেকে মোটরসাইকেলে শ্রীপুর উপজেলার রাধানগর বাজারে দুধ কিনতে যাচ্ছিলেন। মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী নামকস্থানে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। /এমএম Comments SHARES সারাদেশ বিষয়: মাগুরায় সড়ক দুর্ঘটনায় শালা-দুলাভাই নিহত