মাগুরায় বাসের চাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, মে ২৩, ২০১৮ একুশনিউজ২৪: মাগুরা সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুই ব্যক্তির নাম রাজু (৪০) ও দুলাল (৪২)। মঙ্গলবার (২২ মে) সন্ধ্যায় বেনিপুর এলাকায় মাগুরা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে থাকা পাঁচজন যাত্রী আহত হয়েছেন। নিহত রাজু শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ উড়ুপাড়া গ্রামের হাসান আলীর ছেলে এবং দুলাল একই এলাকার শেখপাড়া গ্রামের মোজাহার মন্ডলের ছেলে। মাগুরা সদর থানার উপ-পরির্দশক (এসআই) বিশ্বজিৎ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর থেকে মাগুরামুখি নিউ সজিব পরিবহনের একটি বাস সদরের বেনিপুর এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকা ফেটে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল চাপা দিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলের দুই আরোহী রাজু ও দুলাল নিহত হন। /এমএম Comments SHARES সারাদেশ বিষয়: মাগুরায় বাসের চাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত