ভোট যুদ্ধে সারাদেশের বিএনপি ঐক্যবদ্ধ: এ্যানি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮ মুহাম্মদ নোমান ছিদ্দীকী, লক্ষ্মীপুর: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভোট যুদ্ধে সারাদেশে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। খালেদা জিয়া আজ কারাগারে। খালেদা জিয়াকে মুক্ত করতে হেবে। জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি রয়েছে উল্লেখ্য করে তিনি বলেন, প্রথম দাবি হলো, খালেদা জিয়ার মুক্তি। আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে। আমাদের এ নির্বাচন ও আন্দোলন একই সূত্রে গাঁথা। এ্যানি বলেন, ২০১৮ নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ২০০১ আর ২০০৮ এ নির্বাচন করেছি। আর এখন নির্বাচন এবং আন্দোলন করছি, যাকে বলা যায় ভোটযুদ্ধ। এ যুদ্ধে আমরা দেশব্যাপী অংশগ্রহণ করেছি। যেভাবে সারাদেশে নেতাকর্মীরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় সুনিশ্চিত। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকায় এ্যানির বাসার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে এ্যানি আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনে ভোটের পরিবর্তে বিএনপি নেতাকর্মীদের ভয়-ভীতি সৃষ্টি ও হুমকি দিচ্ছে। তাদের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে নির্বাচনের প্রচারে বাধা দিচ্ছে। পোস্টার ছিনিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, যুবদল নেতা সাইফুল ইসলাম শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম মামুন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: ভোট যুদ্ধে সারাদেশের বিএনপি ঐক্যবদ্ধ: এ্যানি