ভৈরব পৌর যুবলীগের কমিটি গঠন: ইমন সভাপতি, আল-আমিন সম্পাদক

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

আফসার হোসেন তূর্য, ভৈরব: কিশোরগঞ্জ ভৈরবে পৌর আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক আমিনুল ইসলাম বকুল।

ভৈরব পৌর আওয়ামী যুবলীগ সভাপতি শাহনেওয়াজ গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব-কুলিয়ারচর আসন এমপি , বিসিবি ও এসিসি সভাপতি নাজমুল হাসান পাপন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মো. হারুনুর রশীদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক বাবু সুব্রত পাল।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

সম্মেলনে স্ব স্ব পদে একাধিক প্রার্থী না থাকায় পৌর যুবলীগের সভাপতি পদে ইমরান হোসেন ইমন ও সাধারন সম্পাদক পদে আল আমিন সৈকতকে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত করাসহ পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি পদে জিল্লুর রহমানের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মো. হারুনুর রশীদ।

পৌর আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক মমিনুল হক লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সোলায়মান, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি হাজী সিরাজ উদ্দিন, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোল্লা বশির আহমেদ, আতাউর রহমান উজ্জল, এ্যাড. আরকান মিয়া, কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ যুগ্ম আহবায়ক এ. কে . এম রুহুল আমিন খান, এ্যাড. মীর আমিনুল ইসলাম সোহেল, ভৈরব উপজেলা আওয়ামী যুবলীগ সধারন সম্পাদক অরুন আল আজাদ, সহ-সভাপতি আরমান উল্লাহ প্রমুখ।

এছাড়াও সাবেক প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব অধ্যাপক লুৎফর রহমান ফুলু, সাখাওয়াত উল্লাহসহ সম্মেলনে কেন্দীয় যুবলীগ নেতৃবৃন্দসহ ভৈরবের সাত ইউপি ও পৌর শাখার যুবলীগ, আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

/আরএ

Comments