ভিডিও কলিং অ্যাপ ‘স্কাইপি’ বন্ধ! নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮ একশ নিউজ: দেশে হঠাৎ করে সোমবার বিকেল থেকে ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম স্কাইপি ব্যবহার করা যাচ্ছে না। একাধিক সূত্রের বরাত দিয়ে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই স্কাইপি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে স্কাইপি’র মূল ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। এমনকি স্কাইপি অ্যাপটিও স্মার্টফোন কিংবা কম্পিউটার থেকে ব্যবহার করা যাচ্ছে না। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের একটি সূত্র জানিয়েছে, বিটিআরসির ওই নির্দেশনা পাওয়ায় তারা স্কাইপি বন্ধ করে দিয়েছে। ফলে বর্তমানে বাংলাদেশে স্কাইপির সব সেবা বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিটিআরসির কেউ স্বীকার করছে না। কারিগরি ত্রুটির কারণে স্কাইপি বন্ধ হয়ে থাকতে পারে জানিয়ে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন) জাকির হোসেন খান বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গ, আসন্ন একাদশ জাতীয় সংসদ; নির্বাচন উপলক্ষ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাত নিচ্ছে বিএনপি। এতে লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত হয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিচ্ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়। নির্বাচরন কমিশন এ নিয়ে সোমবার বিকেলে বৈঠকও করে। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: ভিডিও কলিং অ্যাপ ‘স্কাইপি’ বন্ধ!