বেশি ভাড়া আদায়, দুই পরিবহন কাউন্টারকে জরিমানা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জুন ৪, ২০১৯ ডেস্ক: গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের জিম্মি করে বেশি টাকা ভাড়া আদায়ের অভিযোগে দুটি কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে এই অভিযান পরিচালনা করেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। এসময় এমপি সাফারী পরিবহনকে ১০ হাজার ও ঈগল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও হানিফ পরিবহনকে সতর্ক করা হয়েছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঘরমুখো হতে পারে সেজন্য এই অভিযান অব্যাহত থাকবে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত যে ভাড়া আদায় করা হয়েছিল তা ফিরিয়ে দেয়া হয়েছে। এমএম/ Comments SHARES জাতীয় বিষয়: কাউন্টারকে জরিমানা