বিপ্লব ও সংহতি দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮

মুহাম্মদ নোমান ছিদ্দীকী, লক্ষ্মীকুর: ‘চেতনায় জাতীয়তাবাদ, বিপ্লবেই মুক্তি’ এ স্লোগানে লক্ষ্মীপুরে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (৭ নভেম্বর) সকালে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুর শহরের বাসার সামনে জেলা বিএনপির ব্যানারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, পৌর ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন শিমুল ও কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল খালেদ প্রমুখ।

বক্তারা বলেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গে নেই। তারা শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চান না। এজন্য সরকারের সকল বাধা অতিক্রম করে যুক্তফ্রন্টের জনসভায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে।

এ অবৈধ সরকারকে হঠাতে দেশব্যাপী জাতীয়তাবাদের বিপ্লব ঘটাতে হবে বলেও বক্তারা উল্লেখ্য করেন।

/আরএ

Comments