বিএনপি ও ইসলামী আন্দোলন নির্বাচনী প্রচারে সত্যিকারের প্রতিক ব্যবহার করতে পারবে না নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ২৪, ২০১৮ একুশ ডেস্ক: কোনো দলের নির্বাচনী প্রচার-প্রচারণার সময় প্রতীকের প্রতিকৃতি ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। ফলে এখন থেকে নির্বাচনী প্রচারে বিএনপি সত্যিকারের ধানের শীষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সত্যিকারের হাতপাখা ব্যবহার করতে পারবে না। আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি নিয়ে কমিশনের সভা শেষে এ মন্তব্য করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। হেলালুদ্দীন আহমদ বলেন, ‘যেকোনো ধরনের প্রতীকের প্রতিকৃতি ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না। যেমন, একটি আনারস ব্যবহার করা যাবে না। হাতি ব্যবহার করা যাবে না। হাতি বা আনারসের প্রতিকৃতি ব্যবহার করা যাবে।’ তাহলে বিএনপিও সত্যিকারের ধানের শীষ ব্যবহার করতে পারবে না- সাংবাদিকদের এক বক্তব্যের জবাবে ইসি সচিব বলেন, ‘আমরা ওই ভাবে ভেবে করিনি। আমরা এভারেজে ভেবে করছি। এভারেজে যেকোনো ধরনের প্রতীকের প্রতিকৃতি ব্যতিত অন্য কিছু ব্যবহার করতে পারবে না। সুত্র: এনটিভি। Comments SHARES জাতীয় বিষয়: বিএনপি ও ইসলামী আন্দোলন নির্বাচনী প্রচারে সত্যিকারের প্রতিক ব্যবহার করতে পারবে না