বালিয়াকান্দিতে ৫ দিন ব্যাপী শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষনের সমাপনী

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৫দিন ব্যাপী হাঁস,মুরগী ও গবাদী পশু পালনের উপর শারীরিক প্রতিবন্ধীদের আত্মকর্মস্থান সৃষ্টি বিষয়ক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে অফিসার্স ক্লাবে উপজেলা পরিষদের আয়োজনে, সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগীতায় শারীরিক প্রতিবন্ধীদের আত্মকর্মস্থান সৃষ্টি বিষয়ক প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদারের সভাপতিত্বে সমাপনী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাইকা প্রতিনিধি মোঃ রাশেদুজ্জামান প্রমূখ। প্রশিক্ষণ শেষে শারীরিক প্রতিবন্ধীদেরকে সনদপত্র ও প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হয়।

উল্লেখ্য গত ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর ৫দিন ব্যাপী শারীরিক প্রতিবন্ধীদের আত্মকর্মস্থান সৃষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে ৩৫ জন শারীরিক প্রতিবন্ধী অংশ গ্রহন করে।

/আরএ

Comments