বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ২জন আহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮ অনিক সিকদার,বালিয়াকান্দি, রাজবাড়ী: বালিয়াকান্দি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ২জন আহত হয়েছে। উপজেলার জামালপুর ইউনিয়নের তুলসী বরার্ট গ্রামে বৃহস্পতিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় ভর্তি আছে। আহতরা হলো জামালপুর ইউনিয়নের তুলসী বরার্ট গ্রামের নারায়ন চন্দ্র চাকীর বড় ছেলে শষ্ঠী চরন চাকী (৫৫) ও ছোট ছেলে পরিমল চাকী (৫০)। আহত পরিমল চাকী বলেন, আমাদের জমিতে আমরা মোটর কোলই বুনেছি। পূর্বের শত্রুতার জের ধরে আমার পাশ্ববর্তী মৃত অধির চন্দ্র দাসের ছেলে মলয় দাস আমাদের জমিতে তাদের কিছু অংশ জমি আছে দাবী করে কয়েক দনি আগে আমাদের লাগানো মোটর কোলই তুলে ফেলে। এ ঘটনাটি আমরা এলাকার লোকজনকে ডেকে দেখালে তারা ক্ষিপ্ত হয়। বৃহস্পতিবার সকালে আমি ও আমার ভাই সার, মসুরী বিজ ও পাওয়ারট্রিলার নিয়ে জমিতে গেলে কোন কিছু বুঝ ওঠার আগেই বলাই চন্দ্র দাস এবং কানাই লাল দাসের ছেলে মানিক দাস, প্রাণ নাথ মন্ডলের ছেলে পরিতোষ মন্ডল তাদের হাতে থাকা ধারারো কাঁচি দিয়ে আমার বড় ভাই শষ্ঠীর মাথায় কোপ দেয় এবং মারপিট করে। এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তারা বাশের লাঠি-সোটা দিয়ে আমাকেও মারপিট করে। আমাদের মারপিট দেখে মাঠে থাকা লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়। পরে পরিবারের লোক জনসহ স্থানীয়রা আহত অবস্থায় আমাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। এ ঘটনায় আহত পরিমল চাকী বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছে। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ২জন আহত