বালিয়াকান্দিতে খোরশেদ চাঁদ স্মরণে ৯ম ওরশ শরীফ অনুষ্ঠিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৮ অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী): ৪ দিন ব্যাপী গাউছুল আজম শাহেন শাহ হযরত খোরশেদ চাঁদ (রঃ) এর স্বরণে ৯ম ওরশ শরীফ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাজার বেতাঙ্গা খোরশেদ চাঁদ দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩য় দিন সোমবার সন্ধ্যায় ওরশ শরীফে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ-মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মহঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী প্রভাত দাস বিষ্ণু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, গাউছুল আজম শাহেন শাহ হযরত খোরশেদ চাঁদ (রঃ) এর খেলাফত প্রাপ্ত খলিফা শাহ সুলতান জালালউদ্দিন আল-চিশতী প্রমূখ। ওরশ শরীফে বাউল গান পরিবেশন করেন মানিকগঞ্জ জেলার হেলাল সরকার ও রাহেলা সরকার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক গোলাম মোর্তবা রিজু। উল্লেখ্য, গত ১লা ডিসেম্বর শনিবার থেকে ৪ দিন ব্যাপী গাউছুল আজম শাহেন শাহ হযরত খোরশেদ চাঁদ (রঃ) এর স্বরণে ৯ম ওরশ শরীফ শুরু হয়ে ৪ঠা ডিসেম্বর মঙ্গলবার শেষ হয়েছে। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: বালিয়াকান্দিতে খোরশেদ চাঁদ স্মরণে ৯ম ওরশ শরীফ অনুষ্ঠিত