বালিয়াকান্দিতে ই-নথি ও ওয়েব পোর্টাল ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৮

অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী): রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিভিন্ন সরকারি দপ্তরের ই-নথি ও ওয়েব পোর্টাল ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বাস্তবায়নকারী সংস্থা, উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালক ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা ও বালিয়াকান্দি উপজেলায় দায়িত্বরত জাইকা প্রতিনিধি মোঃ রাশেদুজ্জামান।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ৫০ জন কর্মচারী ই-নথি ও ওয়েব পোর্টাল ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

শুক্রবার শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ১১ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত।

/আরএ

Comments