বাঘারপাড়ায় বাঁচতে শেখার সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ বুধবার যশোরের বাঘারপাড়ায় এনজিও প্রতিষ্ঠান ‘বাঁচতে শেখা’র আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল ১০ টায় বাঘারপাড়া উপজেলা কৃষি অফিসের হল রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাঁচতে শেখার প্রকল্প সমন্বয়কারী মটর কান্তি মন্ডল।

প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানের মেয়র শরিফুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল আলম,বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির,সাধারন সম্পাদক চন্দন দাস,বাঁচতে শেখার প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম,বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিনসহ জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সভায় বাল্যবিবাহ রোধে করনীয়সহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।

Comments