বন্ধ হওয়া সবগুলো নিউজ পোর্টাল খুলে দেওয়ার নির্দেশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮ একুশ ডেস্ক: খুলে দেয়া হয়েছে বন্ধ করে দেয়া ৫৮টি ওয়েবসাইট। বন্ধের করার নির্দেেশ দেয়ার কথা প্রথমে অস্বীকার করলেও পরে অশ্লীলতা ও রাষ্ট্র বিরোধী লেখার কথা জানায় বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক। তবে কোন পোর্টালের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ এসেছে সেটা তিনি সুনির্দিষ্টভাবে কিছুই বলেননি তখন। সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বন্ধ সবগুলো ওয়েবসাইট খুলে দেওয়ার নতুন নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কমিশন আইআইজিগুলোকে সবগুলো বন্ধ সাইট খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে। এর আগে রোববার বিকালে দেশের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি)-কে বিটিআরসি লিখিতভাবে এই নির্দেশনা দিয়েছে বলে জানান ইন্টারনেট সেবা সংস্থাগুলোর সংগঠন আইএসপির মহাসচিব ইমদাদুল হক। যেসব পোর্টাল বন্ধের নির্দেশ এসেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রিয় ডটকম, রাইজিংবিডিডটকম, পরিবর্তনডটকম, শীর্ষনিউজ২৪ডটকম, ঢাকাটাইমস২৪ডটকম ইত্যাদি। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: বন্ধ হওয়া সবগুলো নিউজ পোর্টাল খুলে দেওয়ার নির্দেশ