‘বঙ্গবন্ধু ছিলেন স্বপ্নের মানুষ ও বাংলাদেশের স্থপতি’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯ বাবুগঞ্জ প্রতিনিধিঃ জাতির জনক , বাংলাদেশের স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী। যিনি ছিলেন স্বপ্নের মানুষ। বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মমভাবে ঘাতকের বুলেটে নিহত হন ১৯৭৫ সালের ১৫ আগস্ট। জাতির পিতা শেখ মুজিবুর রহমান বাঙালির কাছে চিরস্মরণীয় এক নাম। বাঙালির প্রেরণার নাম। যিনি না থেকেও বাংলার মানুষের হৃদয়ে বেঁচে আছেন মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু হয়ে। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। বাবুগঞ্জে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রহমতপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শোক সভায় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালাল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম খালেদ হোসেন স্বপন ১৫ই আগষ্টে স্মৃতিচারণ করে এসব কথা বলেন। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ শহিদুল ইসলাম মল্লিক ও ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, মতিন রাঢ়ী, মিজানুর রহমান রাজা সিকদার, যুগ্ম সম্পাদক মোস্তফা কমাল চিশতী, কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহম্মেদ শিল্পি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি, দপ্তর সম্পাদক পরিতোষ পাল, সহ-দপ্তর সম্পাদক শিরাজুল ইসলাম পিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ কাজী আব্দুর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারি, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমানডার আব্দুল করিম হাওলাদার, মহিলা বিষায়ক সম্পাদক শিবানী রানী, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সেতারা বেগম, শ্রমিক লীগ সভাপতি তাওহীদ হোসেন, আওয়ামী নেতা জুয়েল তালুকদার। এসময় উপস্থিত ছিল যুবলীগ নেতা রফিকুল ইসলাম, কামাল হোসেন, মনির হোসেন, আজাদ হোসেন মিন্টু, শাহীন রানা, বুলবুল, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম মুরাদ, প্রসেনজিৎ দাস অপু, ফারুখ হোসেন, রাজীব হোসেন,স্বজল, ইমরান হোসেন মল্লিক, রাজু প্রমুখ। এর আগে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম খালেদ হোসেন স্বপন এর নেতৃত্বে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি জনসমুদ্রে পরিনত হয়। Comments SHARES সারাদেশ বিষয়: