ফোন করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মে ২৪, ২০১৮ স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনের প্রেসিডেন্ট অসুস্থ্য মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকাল পাঁচটার পর শেখ হাসিনা মাহমুদ আব্বাসকে ফোন করেন। বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, টেলিফোনে শেখ হাসিনা মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এসময় শেখ হাসিনা মাহমুদ আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, শারীরিকভাবে অসুস্থ হওয়ায় গত শুক্রবার (১৮ মে) হাসপাতালে ভর্তি হন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমাদ আব্বাস। পশ্চিম তীরের রামাল্লার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানায় ফিলিস্তিন সরকারের এক মুখপাত্র। অসুস্থতার কারণে ইসলামিক রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলন ওআইসি সামিটেও যোগ দিতে পারেননি মাহমুদ আব্বাস। গত সপ্তাহের মঙ্গলবার (১৫ মে) কানে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদ আব্বাস। অস্ত্রোপচার শেষের কয়েক ঘন্টা পর হাসপাতাল থেকে রিলিজও পেয়েছিলেন তিনি। এরপর গত শুক্রবার আবারও হাসপাতালে ভর্তি হলেন তিনি। প্রসঙ্গত, বিগত এক দশক ধরে জটিল শারিরীক অসুস্থতায় ভুগছেন মাহমুদ আব্বাস। অতিরিক্ত ধূমপানে আসক্ত মাহমুদ অনেক দিন থেকেই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। জেরুজালেমে যুক্তরাষ্ট্র দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ৬০ জন ফিলিস্তিনির মৃত্যুর মতো সংকটময় পরিস্থিতিতে মাহমুদ আব্বাসের হঠাৎ হাসপাতালে ভর্তি এবং অসুস্থতা নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে উদ্বেগ আছে। প্যালেস্টানিয়ান লিবারেশন অরগানাইজেশন-পিএলওর ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আল আলওয়াল গণমাধ্যমকর্মীদেরকে জানান, তাদের নেতার শারীরিক অবস্থান উন্নতি হচ্ছে। আলওয়াল জানান, তার ফুসফুসে সংক্রমণ হয়েছিলো এবং এ কারণে তার শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছিলো। কিন্তু আল ইশতিহারি হাসপাতাল প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং তার শরীর এখন স্বাভাবিক আচরণ করছে। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি তিন দিনের সফরে বাংলাদেশ সফর করেন মাহমুদ আব্বাস। এই সফরে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয় মাহমুদ আব্বাসের। ৩ ফেব্রুয়ারি ফিলিস্তিনী প্রেসিডেন্টকে বিমানবন্দরে বিদায় জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। /এমএম Comments SHARES জাতীয় বিষয়: ফোন করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী