ফেনী-নোয়াখালী রুটে চালু হচ্ছে বিআরটিসি বাস

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮

মুহাম্মদ নোমান ছিদ্দীকী,লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর ফেনী-নোয়াখালী রুটে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির দোতলা বাস চালু হচ্ছে। আগামী ৮ এপ্রিল দুপুর ১২টায় ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন- ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন ও বিআরটিসির কর্মকর্তা কর্মচারী।

বিআরটিসি কার্যালয় সূত্রে জানা যায়, ফেনীর সদর হাসপাতাল মোড় থেকে মহিপাল হয়ে নোয়াখালীর মাইজদী, সোনাপুর হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়মিত চলাচল করবে এই বাস। ৭৪ আসন বিশিষ্ট এ বাসের প্রাথমিকভাবে ভাড়া ধরা হয়েছে ৫০/৫৫ টাকা।

বিআরটিসি সোনাপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপক মো জুলফিকার আলী বলেন, যাত্রীদের উন্নত সেবা দিতে বিআরটিসি এই রুটে দোতলা বাস চালু করছে। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে ভবিষ্যতে বাস সংখ্যা বাড়ানো হবে

Comments