ফরিদপুরের চর ভদ্রাসনে শতভাগ বিদ্যুতায়ন; উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮

একুশ ডেস্ক: ফরিদপুরের চর ভদ্রাসনকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হয়েছে। শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠান উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমীন, ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন, চরভদ্রাসন থানা পরিদর্শক হারুন উর রশিদ, বিআরইবি এর প্রকল্প পরিচালক বিশ্ব নাথ শিকদার, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাপরিচালক রাম শংকর রায়, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন খালাসী, মো.ইসাহাক মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ।

‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে শতভাগ বিদ্যুতায়িত ১০৬টি উপজেলার নাম প্রকাশ করা হয় এ অনুষ্ঠানে।

/আরএ

Comments