নড়িয়া রক্ষায় হাজার কোটি টাকার বরাদ্ধ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮ নিজস্ব প্রতিবেদক: পদ্মার ভাঙনে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মানচিত্র থেকে হারিয়ে গেছে মুক্তারের চর, কেদারপুর ইউনিয়ন ও নড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড। গত দুই মাসের ভাঙনে প্রায় ৫ হাজার পরিবার হয়েছে বাস্তহারা। অব্যহত ভাঙনের পরও নজর নেই স্থানী প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দের। গণমাধ্যমে উঠে আসা গত কয়েকদিনের ভাঙনে তীব্রতা দেখে টনক নড়েছে সরকারের উপর মহলে। বরাদ্ধ হয়েছে হাজার কোটি টাকা। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাজিরা ও নড়িয়া উপজেলাকে রক্ষায় ১ হাজার ৭৭ কোটি ৫৮ লাখ টাকার প্রকল্প বাস্তবায়নে ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের জানান, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা’ শীর্ষক প্রকল্পের আওতায় ৮ দশমিক ৯০ কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ ৯ দশমিক ৭৫ কিলোমিটার ড্রেজিং, শূন্য দশমিক শূন্য ৮৯ কিলোমিটার ইন্ড টার্মিনেশন এবং ৮টি আরসিসি পাকা ঘাট নির্মাণ কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ৭৭ কোটি ৫৮ লাখ টাকা। এটি বাস্তবায়ন করবে খুলনা শিপয়ার্ড লিমিটেড। /এমএম Comments SHARES সারাদেশ বিষয়: নড়িয়া রক্ষায় হাজার কোটি টাকার বরাদ্ধপদ্মা