নির্বাচনে যাবে ঐক্যফ্রন্ট; এক মাস পেছানোর দাবি

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৮

রুম্মান আজিজ, একুশ নিউজ: নির্বাচনে ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সেই সাথে নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজতি এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

প্রসঙ্গ, তফসিল ঘোষণার আগে থেকেই নির্বাচন পেছানোর দাবি করে আসছিলো জাতীয় ঐক্যফ্রন্ট। তফসিল ঘোষণার পরেও তাদের এ দাবি অব্যহত থাকে।

জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে যাবে কি যাবে না তা নিয়ে চলা অনিশ্চয়তা কাটলেও নির্বাচন পেছানোর দাবিতে এখনো অনঢ় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের এক সংবাদ সম্মেলনে ড. কামাল জানিয়েছেন নির্বাচনে যাবে ঐক্যফ্রন্ট। এ সময় তিনি নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানান।

/আরএ

Comments