দ্বিতীয় দিনের মতো সাক্ষাতকার নিচ্ছেন তারেক; বৈঠকে বসছে ইসি

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

একুশ নিউজ: দ্বিতীয় দিনের মতো বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন বোর্ডের সদস্যদের পাশাপাশি বাছাই প্রার্থীদের সাথে কথা বলছেন তারেক।

গতকাল রোববার রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত মনোনয়ন বোর্ড ও লন্ডনে অবস্থানরত দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে আদালত ঘোষিত দণ্ডিত আসামী হওয়া সত্তেও তারেক রহমান কিভাবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয় তা নিয়ে আওয়ামী লীগের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।

সোমবার বিকাল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।

জানা যায়, রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের কাছে এ-সংক্রান্ত একটি অভিযোগ দাখিল করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।

তিনি বলেন, বাংলাদেশের একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিএনপির মনোনয়ন প্রার্থীদের সঙ্গে টেলিকনফারেন্সে কথা বলেছেন।

এটি নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে- তারেক রহমানের বক্তব্য কোনো প্রচারমাধ্যমে প্রচার করা যাবে না।

সুতরাং তারেকের এই কাজ সর্বোচ্চ আদালতের আদেশের লঙ্ঘন এবং আদালত অবমাননার সামিল।

আওয়ামী লীগের এই অভিযোগের প্রেক্ষিতে আইনগত কী ব্যবস্থা নেয়া যায় সে বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিবে কমিশন।

/আরএ

Comments