‘তারুণ্যের ইশতেহার’ নিয়ে ইসলামী আন্দোলন কার্যালয়ে কোটা আন্দোলনকারীরা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮ একুশ নিউজ: ‘তারুণ্যের ইশতেহার’ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে গেছে কোটা আন্দোলনকারীরা। সোমবার সন্ধায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, আতাউল্লাহ ও নাজমুল হাসান সোহাগ এর নেতৃত্বে ১৮সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল আইএবি কার্যালয়ে গিয়ে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে ‘তারুণ্যের ইশতেহার’ তুলে দেয়। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্র আন্দোলন এর সেক্রেটারি জেনারেল এম হাছিবুল ইসলাম, আইএবি ঢামদ’র সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও ইসলামী যুব আন্দোলন এর প্রচার সম্পাদক ইলিয়াস হাসান প্রমূখ। এর আগে বিকেল ৩টার পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসানের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল। এর আগে সোমবার সন্ধায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও নূরুল হক নূরের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে ‘তারুণ্যের ইশতেহার’ তুলে দেয়। তারুণ্যের ইশতেহারে থাকা উল্লেখযোগ্য দাবিগুলো হলো : ১। তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার আনতে হবে। ২। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে। সবার জন্য অভিন্ন বয়সসীমা করতে হবে। ৩। চাকরির আবেদনের ফি সম্পূর্ণ ফ্রি করতে হবে। ৪। শিক্ষায় জিডিপির ৫ ভাগ বা জাতীয় বার্ষিক বাজেটের ২০ ভাগ বরাদ্দ দিতে হিবে। ৫। বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে হবে। ৬। প্রশ্ন ফাঁসবিরোধী সেল গঠন করতে হবে। ৭। বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করতে হবে। ৮। প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ৯। বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ১০ ভাগ গবেষণায় দিতে হবে। যার ৬ ভাগ শিক্ষকদের জন্য এবং ৪ ভাগ হবে ছাত্রদের জন্য। ১০। শিক্ষক নিয়োগে ৮০ ভাগ নম্বর লিখিত পরীক্ষায় এবং ২০ ভাগ নম্বর মৌখিক পরীক্ষায় রাখতে হবে। সংশিষ্টরা জানান, প্রত্যেক রাজনৈতিক দলের কাছে ‘তারুণের ইশতেহার’ পৌঁছে দেওয়া হবে। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: ‘তারুণ্যের ইশতেহার’ নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে কোটা আন্দোলনকারীরা