ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলা করছে দুদক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৯ পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ এনে মামলার সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন তৈরি করেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। রবিবার কমিশন সভায় মামলার সুপারিশ করা প্রতিবেদন উপস্থাপন করা হতে পারে। কমিশনের অনুমোদনের পরই ডিআইজি মিজানের বিরুদ্ধে যেকোনো সময় মামলা করবে দুদক। দুদকের অনুসন্ধান টিমের প্রধান পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদি হয়ে মামলা দায়ের করবেন। প্রতিবেদনে মিজানের চার কোটিরও বেশি টাকার অবৈধ সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে। দুদক সূত্র জানায়, অনুসন্ধানে মিজানের নামে পাওয়া সম্পদের মধ্যে রয়েছে- রাজধানীর ‘বেইলী রীটজ’ ভবনের চতুর্থ তলায় ৫৫ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট, একই ভবনের নিচে কার পার্কিংয়ের স্পেসসহ ৫৫ দশমিক ৫১ অযুতাংশ জমি, রাজধানীর কাকরাইলে দুই কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি বাণিজ্যিক ফ্ল্যাট ছাড়াও তার রয়েছে দোকান ও জমি- যার মোট মূল্য তিন কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৪৬০ টাকা। সিটি ব্যাংকের ঢাকার ধানমণ্ডি শাখায় মিজানের অ্যাকাউন্টে ১০ লাখ টাকাসহ বেশকিছু সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। Comments SHARES জাতীয় বিষয়: