ড. কামালের নেতৃত্বে ১৬ জন যাবেন সংলাপে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮ একুশ নিউজ: গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেবেন। মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদকিদের এ তথ্য দেন জানান ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। তবে কে কে সংলাপে অংশ নিবেন তা নিশ্চিত করে বলা হয়নি। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জোটের ৭ দফা দাবি ও ১১ লক্ষ্যের ভিত্তিতে আলোচনা করার সিদ্ধান্ত হয়। এদিকে এই সংলাপে দেশবাসীল কপাল খুলেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘আমরা চা খাওয়ানোর দাবি করেছিলাম, তিনি (প্রধানমন্ত্রী) ডিনার করাবেন। আমাদের কপাল খুলে গেছে। দেশবাসীর কপালও খুলে গেছে’। মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নাগরিক ঐক্যে যোগদান উপলক্ষে নাগরিক ঐক্য আয়োজিত এক সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, খালেদা জিয়ার সঙ্গে যা করা হচ্ছে, তা নেহাতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ‘আমরা সংলাপে যাবো। সাত দফা নিয়ে যাবো। সাত দফাই মানতে হবে। কোনো রকম দ্বিধা–দ্বন্দ্বের কিছু নেই, খালেদা জিয়ার মুক্তির দাবি আমাদের দাবি’। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: ড. কামালের নেতৃত্বে ১৬ জন যাবেন সংলাপে