টাঙ্গাইলে ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮ একুশ ডেস্ক: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। টাঙ্গাইলের সন্তোষে অসংখ্য মুরিদান ও ভক্তদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ শ্লোগানে মাজার প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মওলানা ভাসানীর ভক্ত ও মুরিদানরা ছুটে এসেছেন মাজার প্রাঙ্গণে। সকাল সাড়ে সাতটায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাসানীর মাজারে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন প্রথমে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন হল, টাঙ্গাইল প্রেসক্লাব, ভাসানীর পরিবার বর্গ, ন্যাপ ভাসানী, খোদাই খেদমতগারসহ একেএকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফুলে ফুলে ছেয়ে যায় মাজার প্রাঙ্গণ। ১৯৮০ সালে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেন সংগ্রামী এই মহাসাধক। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: টাঙ্গাইলে ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন