চাকরিতে বিশেষ ব্যবস্থা রাখতে প্রতিবন্ধী ছাত্রসমাজের আল্টিমেটাম

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৮

নাজমুল হাসান, চট্টগাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোনে কোটা না রাখার সুপারিশ করায় প্রতিবন্ধীদের জন্য এটা মর্মাহত ও বেদনাদায়ক বলে প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলনে করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রতিবন্ধী ছাত্রসমাজ (ডিসকু)।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যখন সকল ধরনের কোটা বাতিলের কথা বলেন সেই সময় প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ ব্যবস্থার কথা বলেছেন কিন্তু এখনো সেই বিশেষ ব্যবস্থা কোন সুস্পষ্ট রূপরেখা আমরা দেখছি না। সেই কারণে আমরা প্রতিবন্ধী ছাত্রসমাজ ভবিষ্যত জীবনের নিশ্চয়তা নিয়ে হতাশায় ভোগছি।

সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী ছাত্রসমাজের পক্ষে তাদের বন্ধু সভার সদস্য আতাউর রহমানের লিখিত বক্তব্য দেন। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রতিবন্ধী ছাত্রসমাজের সভাপতি আলহাজ উদ্দিন, সহ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক প্রশান্ত চন্দ্র দাশ ও সাবেক সভাপতি সোলাইমান বাদশা বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ৩৫ থেকে ৩৮তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধীদের জন্য ১% কোটা থাকলে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পাশ করেও প্রতিবন্ধীরা প্রথম শ্রেণীর ক্যাডার পাচ্ছে না। তাদেরকে মুষ্টিমেয় ননক্যাডারে চাকরি দেওয়া হয়। এছাড়াও ৩য় ও ৪র্থ শ্রেণী চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ও এতিমদের জন্য ১০% কোটা রাখা হয়েছে। সেখানে প্রতিবন্ধী ও এতিমদের জন্য আলাদা করে কিছু বলা হয়নি। যার কারণে স্বাভাবিক মানুষ এতিম বলে সেই সুযোগে কোটা ব্যবহার করছে। এতে প্রতিবন্ধী সমাজ চাকরী থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ এখানে যেন ৫% করে ভাগ করে দেওয়া হয়।

এ সময় তারা পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, প্রথম শ্রেণীর চাকরি থেকে সকল ধরনের সরকারী চাকরিতে আমাদের জন্য কি ধরনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে অনতিলম্বে এ বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বক্তব্য না আসলে আগামী রোববার থেকে মানববন্ধনসহ নানান কর্মসূচি কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

/এমএম

 

Comments