চাঁদপুরে ‘মা’ ইলিশ রক্ষায় জন সচেতনতা মূলক সভা

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৮

মোঃ রবিউল অালম, প্রতিনিধী, চাঁদপুর: চাঁদপুরে ‘মা’ ইলিশ রক্ষায় জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার চাঁদপুর সদর উপজেলা ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদে মা ইলিশ রক্ষা কার্যক্রমের বিষয়ে এ জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা। এসময় তিনি জেলেদের উদ্দেশ্যে ‘মা’ ইলিশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানায়।

এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুর ছাত্তার রাড়ি, ইউপি সচিব ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ খায়ের খান, হারুন গাজী, আবুল বাসার, গ্রাম পুলিশ ও স্থানীয় জেলেরা।

উল্লেখ্য, দেশব্যাপী গত ৭ অক্টোবর থেকে ২২ দিনব্যাপী মা ইলিশ রক্ষা অভিযান শুরু হয়েছে। এ অভিযান আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

/আরএ

Comments