মিরসরাইয়ে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

‘গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিশুকে স্বর্ণে পরিণত করে’

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুন ১০, ২০১৯

মিরসরাই প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, আগে সচিবালয়ে বিসিএস ক্যাডার প্রাপ্ত মিরসরাইয়ের লোক খুঁজে পাওয়া যেত না। এখন পাওয়া যায়। গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিশাকে স্বর্ণে পরিণত করে। শহরেরগুলো স্বর্ণকে স্বর্ণ বানায়।

সোমবার (১০ জুন) সকালে এস রহমান ট্রাস্টের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এস রহমান ট্রাস্টের সদস্য মীর আলম মাসুকের সভাপতিত্বে ও মহাজনহাট ফজলুর রহমান কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজমল হোসেনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, এস রহমান পরিবারের সদস্য মোজ্জামেল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মাস্টার, এনায়েত হোসেন নয়ন, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, ধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভূইয়া, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব ও মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নোমান মো. প্রমুখ।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বলেন, এস রহমান ট্রাস্ট গত বছরের ন্যায় এই বছরও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংর্বধনা দিচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সংবর্ধনা দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করলে তারা ভবিষতে আরো ভালো ফলাফল করবে।
এসময় মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৮৫ জন শিক্ষার্থীকে নগদ ৫হাজার টাকার প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।

এমএম/

 

Comments