গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা দরকার সব করা হবে: সিইসি

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮

একুশ ডেস্ক: সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যভস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

নির্বাচন কমিশন একটি স্বাধীন সত্ত্বা উল্লেখ্য,করে তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যা যা করার দরকার, যা যা আমাদের সামর্থ্য আছে তার সব করা হবে।

আজ মঙ্গলবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বৈঠকে একথা বলেন সিইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। কাজেই সাংবিধানিক দায়িত্ব থেকে কেউ কখনো বিচ্যুত হবেন না। আইনানুগ দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন পরিচালনায় ব্রতী হবেন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানমসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

/আরএ

Comments