খুলনায় ৪৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা; বাতিল ৪ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮ শেখ মুহাম্মদ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬ টি সংসদীয় আসনের ৫১ জন প্রার্থীর মধ্যে ৪৭ জনেরটা বৈধ ও ৪ টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। খুলনা-৬ আসন থেকে প্রার্থী হওয়া জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনার মনোনয়নপত্র ঋন খেলাপির অভিযোগে বাতিল করা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবকের ভোটার অন্য আসনের হওয়ায় খুলনা-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এরশাদুজ্জামান ডলারের মনোনয়নপত্রও বাতিল করেন রিটার্নিং অফিসার। খুলনা-৬ আসন স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের এবং সুব্রত কুমার বাইনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে রোববার সকাল ৯টা থেকে খুলনার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। চার জনের মনোনয়নপত্র বাতিলের পর খুলনার ৬টি আসনে প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা তিন দিনের মধ্যে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে প্রার্থিতার বিষয়ে আপিল করতে পারবেন। আগামী ১০ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় প্রতিক বরাদ্দ দেয়া হবে এবং আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: খুলনায় ৪৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা; বাতিল ৪