খুলনায় ঈদুল ফিতরের প্রথম জামাত সার্কিট হাউসে সকাল ৮টায় নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, মে ২০, ২০১৯ শেখ নাসির উদ্দিন, খুলনা: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল রোববার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় আবহাওয়া ভালো থাকলে ঈদের প্রথম জামাত খুলনা সার্কিট হাউসে এবং ২য় জামাত টাউনহল জামে মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে টাউনহল জামে মসজিদে সকাল ৮টায় প্রথম, সকাল ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময় সংশ্লিষ্ট কমিটি নির্ধারণ করবে। ঈদের সময় পকেটমার, অজ্ঞান পার্টি, জাল টাকা ও ইভটিজিং বন্ধে কেএমপি, জেলা পুলিশ এবং বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা প্রদান করা হয়। সভায় আরো সিদ্ধান্ত হয় ঈদের সময় আতসবাজি, উচ্চগতিতে মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে মাইক বাজানো নিষিদ্ধ থাকবে। এ সময় সভাপতি যাকাতের টাকা ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে সরকারি ফান্ডে প্রদান করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। সভায় বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, ঈমাম পরিষদের সদস্যবৃন্দ এবং ওলামায়ে পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এএ/ Comments SHARES সারাদেশ বিষয়: