রুপসায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ইলাইপুর গ্রামে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মাতা বাদী হয়ে রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটক করেছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন সন্ধ্যায় ইলাইপুর গ্রামের জনৈক দিনমজুরের কন্যা ইলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী (১১) বাড়ি থেকে দোকানে যাচ্ছিল।

পথিমধ্যে একই গ্রামের মৃত কাশেম মল্লিকের পুত্র শামসু মল্লিক (৬৫) উক্ত শিশুকে সুকৌশলে পার্শ্ববর্তী কলা বাগানে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর ধর্ষক শিশু শিক্ষার্থীকে বিষয়টি পরিবারের কাছে জানাতে নিষেধ করে। জানালে শিশুর মাতাকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। তার মা বিষয়টি জানতে পেরে ভয়ে কাউকে জানায়নি।

পরবর্তীতে পুনরায় গত ১৩ জুন সন্ধ্যায় শিশুটিকে হাত ধরে সুকৌশলে উক্ত কলা বাগানে নেয়ার চেষ্টা করে। তারপর ঘটনাটি এলাকায় জানাজানি হলে ধর্ষক শামসু জাবুসা এলাকায় গিয়ে আত্মগোপন করে।

অবশেষে আজ ১৪ জুন শিশুর মাতা রূপসা থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করে।

এ ব্যাপারে থানা পুলিশের ওসি মোল্লা জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে আসামীকে আটক পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তবে শিশু কন্যার ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএম/

Comments