খুলনা সিটি করপোরেশনের ৬৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৮

শেখ নাসির উদ্দিন,খুলনা প্রতিনিধিঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান মনি তার মেয়াদের শেষ বাজেট ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ২০১৮-১৯ অর্থ বছরের ৬৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি। বাজেটে রাজস্ব ব্যয় ১৮১ কোটি ৮৯ লাখ টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগিতা সংস্থা হতে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪৫৫ কোটি টাকা। নিজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা, সরকার ও দাতা সংস্থার প্রতিশ্রুতি এবং জনগনের প্রত্যাশার বিষয়টি বিবেচনায় নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানান সিটি মেয়র।

এবারের বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। এটি একটি উন্নয়নমুখি বাজেট হিসেবে আখ্যায়িত করে মেয়র বলেন, এ বাজেটে শহরের সড়ক ও ড্রেনেজ তথা জলাবদ্ধতা নিস্কাশন ব্যবস্থা উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া শহর রক্ষাবাঁধ নিমাণ ও বজ্য ব্যবস্থাপনার উন্নয়নে বাজেটে গুরুত্বারোপ করা হয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির বর্তমান পরিষদের পাঁচ বছরের দায়িত্ব শেষ হচ্ছে।

Comments