খালেদার অনুপস্থিতেও মামলা চলবে জানালো আদালত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮ স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলবে বলে জানিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পেক্ষিতে বৃহস্পতিবার পুরান কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ আদালত-৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান মামলা চলবে জানিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকেও খালেদা জিয়াকে অব্যাহতি দেয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলবে কি না- সে বিষয়ে ২০ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন ঢাকার বিশেষ জর্জ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান। এর আগে কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে হাজির হতে অনিহা প্রকাশ করেন খালেদা জিয়া। আদালতে দেয়া কারা কর্তৃপক্ষের প্রতিবেদন বলা হয়েছে-খালেদা জিয়াকে আদালতে যাওয়ার কথা বলা হলে তিনি আদালতে যেতে পারবেন না বলে জানান। /এমএম Comments SHARES জাতীয় বিষয়: খালেদার অনুপস্থিতেও মামলা চলবে জানালো আদালত