খালিশপুরে বকেয়া পরিশোধসহ ৬দফা দাবিতে শ্রমিকদের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৮

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন, বকেয়া মজুরি পরিশোধসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে খালিশপুরে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে খালিশপুর পিপলস গোল চত্বরে এ শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ পরিষদ খুলনা আঞ্চলিক কমিটি এ জনসভা আয়োজন করে। এতে খালিশপুর, ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, দৌলতপুর, ইস্টার্ণ, আলীম, কার্পেটিং ও জেজে আই জুট মিলের সিবিএ নেতা ও শ্রমিকরা অংশগ্রহণ করেন।

জনসভায় বক্তারা মুজরি কমিশন বাস্তবায়নসহ ৬ দফা দাবি না মেনে নেয়া পর্যন্ত টানা আন্দোলন কর্মসুচি পালন করবে বলে ঘোষনা দেন। শ্রমিক নেতারা পরিষদ ঘোষিত রাজপথ-রেলপথ অবরোধ, লাল পতাকা ও লাঠি মিছিল, কফিন মিছিলসহ সকল কর্মসূচিতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণের জন্য পাটকলের শ্রমিকদের আহ্বান জানান।

শ্রমিকদের ছয়দফা দাবির মধ্যে রয়েছে, রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন, জাতীয়করন বিল-২০১৮ বাতিল, পাট ক্রয়ের অর্থ বরাদ্ধ, শ্রমিক কর্মচারীদের বকেয়া মুজরী, বেতন বদলী শ্রমিক স্থায়ী করন, অবসরকৃত/চাকুরীচ্যুত শ্রমিক কর্মচারীদের পাওনা পিএফ ও গ্রাচুইটি পরিশোধ।

জনসভায় সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক আব্দুল হামিদ সরদার। বক্তৃতা করেন শ্রমিক নেতা মোঃ সোহরাব হোসেন, আঃ মান্নান, এসএম জাকির হোসেন, বেল্লাল মল্লিক, সাইফুল ইসলাম লিটু, মোঃ আলাউদ্দিন, মিজানুর রহমান মানিক, পান্নু মিয়া, হারুন অর রশিদ মল্লিক, দ্বীন ইসলাম, কাওসার আলী মৃধা, মাসুম গাজী, খলিলুর রহমান, আবু জাফর, সরদার আলী আহমেদ, জাহাঙ্গীর হোসেন, আকতার হোসেন, হেমায়েত উদ্দিন, আবু হানিফ, লুৎফর রহমান, নুর ইসলাম ও বদলী শ্রমিক নেতা ইলিয়াস হোসেন।

এদিকে শ্রমিকদের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল ১৬ সেপ্টেম্বর পাট শিল্প অধ্যষিত জেলাগুলোর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, ১৮ সেপ্টেম্বর লাল পতাকা মিছিল, ২০ সেপ্টেম্বর রাজপথে লাঠি মিছিল, ২১ সেপ্টেম্বর এক সাথে নরসিংদি ও খালিশপুরে শ্রমিক সমাবেশ, ২২ সেপ্টেম্বর বাংলাদেশ জুট মিলের সামনে গেট সভা ও শ্রমিক বিক্ষোভ, ২৩ সেপ্টেম্বর হাফিজুট মিলে সারা দেশের পাটকল শ্রমিক নেতাদের বৈঠক, ২৪ সেপ্টেম্বর আমিন জুট মিলে একই কর্মসুচি, ২৭ সেপ্টেম্বর রাজপথে কফিন মিছিল, ৩০ সেপ্টেম্বর সকাল ৮ থেকে বেলা ২ টা পর্যন্ত রাজপথ, রেলপথ অবরোধ, ২ অক্টোবর আবারো রাজপথ-রেলপথ অবরোধ, ৫ অক্টোবর পিপলস গোল চত্বরে শ্রমিক জনসভা ও পরবর্তি কর্মসুচি ঘোষনা।

/এমএম

Comments